সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
দীর্ঘ অপেক্ষার পর আলীকদম কলেজের সীমানা প্রাচীর ও আধুনিক ডিজাইনের গেইটের লে-আউট প্রদান করা হয়েছে। আজ (২৭ মে) এই লে-আউট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মু. জুলফিকার আলী ভূট্টো, আলীকদম প্রেসক্লাব সভাপতি ও কলেজ সাংগঠনিক কমিটির সদস্য মমতাজ উদ্দিন আহমদ, পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার কার্য সহকারী মং সহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি এবং জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমনের ঐকান্তিক প্রচেষ্টায় এই নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। লে-আউট প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ সময় পর আলীকদমে একটি কলেজ স্থাপিত হতে যাচ্ছে। এই আধুনিক গেইট ও প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে কলেজের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পঠন-পাঠনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।
কলেজের উদ্যোক্তা-সদস্য মমতাজ উদ্দিন আহমদ এই লে-আউট প্রদান অনুষ্ঠানে সন্তোষ প্রকাশ করে জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এই প্রাচীর ও গেইট নির্মাণের পর আলীকদমের শিক্ষা ব্যবস্থায় আরও উন্নতি সাধিত হবে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com