

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালিত হয় আলীকদম সেনাজোনে আওতাধীন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মধ্যপাড়া এলাকায়। আটককৃত মোঃ ফোরকান সুলতান আহমেদের ছেলে। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া এলাকায়।
সেনা জোন সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিকল্পনা করা হয়।
আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃীত্বে একটি সুসংগঠিত টহল দল অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে সেনা সদস্যরা সন্দেহভাজন মোঃ ফোরকান (৫২)-কে আটক করে তল্লাশি চালান। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবা সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিকেল ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে আলীকদম থানার ডিউটি অফিসার সাব- ইন্সপেক্টর নিশাত বড়ুয়ার কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আলীকদম সেনা জোন সূত্র আরও জানায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে। তবে সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত তৎপরতায় এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।সেনা জোনের নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান অব্যাহত থাকার ফলে আলীকদমসহ আশপাশের দুর্গম এলাকায় মাদক ব্যবসায়ীদের চলাচল সীমিত হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সেনাবাহিনীর এই তৎপরতায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আলীকদম সেনা জোন ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদক, অস্ত্র ও সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com