

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির ৩১ দফা রাষ্ট্রমেরামতের কর্মসূচি প্রচারণায় অংশ নেয় বান্দরবান-৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টা থেকে আলীকদম ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেফারপাড়া বাজার,আবাসিক,চিনারী বাজার এলাকায় গণসংযোগের মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। এরপর আলীকদম বাস্টারমিনাল,চৌমুহনী,৩নং নয়পাড়া ইউনিয়নসহ,বাজারে পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ ওসমান গনি, যুগ্ন আহবায়ক মুজিবর রশিদ,আব্দুল মাবুদ,মশিউর রহমান মিটন,সদস্য সাবিকুর রহমান জুয়েল,জেলা শ্রমিক দলের সহসভাপতি মো.আজম,জেলা যুব দলের সভাপতি জহির উদ্দিন মাসুম,জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু বকরসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আআলীকদম উপজেলা বিএনপির সহ-সভাপতি আনছার আহমেদ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্র দলের সভাপতি সরুয়ার জাহান খোকার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, আমাদের মূল লক্ষ্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশের ন্যায় আমাকে মনোনয়ন দিয়েছে আমি এই বান্দরবান ৩০০ নং আসন বিপুল ভোটে বিজয় হয়ে জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। তাই আমাকে বান্দরবানের সকল সাধারণ জনগণ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সহায়তা করবে আই আশা ব্যক্ত করেন।জনগণের ভোটাধিকারের সুরক্ষা, ন্যায়বিচার, উন্নয়ন ও সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা অত্যন্ত জরুরি। আলীকদমসহ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে আমি নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য, সড়ক যোগাযোগ,নিরাপত্তা,ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন ও পর্যটন প্রচারণায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করব। পাহাড়ি ও বাঙালি সব জনগণ সমান সুযোগ পাবে।”
এসময় বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মা,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আহমেদ,বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মোস্তফা কামাল,উপজেলা কৃষকদলের আহব্বায়ক সাহাব উদ্দিন,উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার আলম,মহিলা দলের সভানেত্রী রেহেনা আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com