সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা।।আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে নবগঠিত আলীকদম উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস এর মাধ্যমে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ ঘটিকার সময় আলীকদম উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত হলো “শিক্ষাবৃত্তি বিতরণ-২০২৫” অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন,"এই শিক্ষা সহায়তা ট্রাস্ট শুধুমাত্র একটি অর্থনৈতিক সহায়তা নয়; বরং এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের স্বপ্ন পূরণের একটি সেতুবন্ধন।এই উদ্যোগ আলীকদম উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।"
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন,"ট্রাস্টের মাধ্যমে আমরা প্রতি বছর নিয়মিত ভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছি। শিক্ষা-সহযোগিতা কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে যাতে কেউ পিছিয়ে না পড়ে।" এরপর শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা।
শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন,২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন,৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীনসহ স্হানীয় সাংবাদিক ও অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com