

উপজেলা প্রতিনিধি, আলীকদম :
বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৮শত ইয়াবাসহ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সদর ইউনিয়নের খুল্যামিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে রুহুল আমিন।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুইল্ল্যা মিয়া পাড়ায় রুহুল আমিনের বাসায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন বলে যৌথবাহিনির প্রেসবিজ্ঞপ্তিতে জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,খুইল্ল্যা মিয়া পাড়ায় ১০ হাজার ইয়াবা পাচারের জন্য মজুদ রাখার হয়েছে এমন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃীত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রুহুল আমিনের বাসায় অভিযান চালান।এসময়র রুহুল আমিনের ঘর তল্লাশি করে ৩ হাজার ৮শত ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করেন যৌথ বাহিনী। অভিযানের খবর পেয়ে আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন পালিয়ে যান বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন যৌথ বাহিনী।
এ বিষয়ে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন মিশু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com