
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
২৬ মার্চ ভোরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিশোধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আলীকদম উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালন করেছে।
বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়।
সকাল ৮ ঘটিকার সময় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মুমিন ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের সূচনা করেন।
এতে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো,বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখা আমীর মাশুক এলাহিসহ প্রমূখ।
এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন,পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণ করে।
পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন অতিথিরা।
সকালে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অত্র উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com