

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোর রাতে নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মির্জা জহির উদ্দিনের নির্দেশে, উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আহমেদ মিশু সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে আসেন।
আলীকদম থানার এ.এস.আই শাহাদাৎ হোসেন জানান, ভোর রাতে মাতামুহুরী নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে এই বেওয়ারিশ লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি আলীকদম থানা হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। যদি লাশটির কোনো পরিচয় পাওয়া না যায়, তাহলে আনজুমানের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এ.এস.আই শাহাদাৎ হোসেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com