সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানেরআলীকমে ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে আলীকদম ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর সংলগ্ন ক্যান্টিনের পার্শ্বে আয়োজিত এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী,পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর খোরশেদ আলম, অন্যান্য জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী পিএসসি বলেন, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাটালিয়নটি বান্দরবান জেলার থানচি উপজেলাধীন সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা প্রতিহত করে যাচ্ছে।
এছাড়াও, “অপারেশন উত্তরণ” এর আওতায় বিজিবি পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ,শীতকালীন কম্বল বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com