

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বান্দরবানের আলীকদমে দিনব্যাপী 'ফ্রি মেডিক্যাল ক্যাম্প' ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি’র উদ্যোগে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আলীকদম পান বাজার সংলগ্ন জেলা পরিষদ রেস্ট হাউসে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২০ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালম এর সভাপতিত্বে জাতীয়তাবাদী ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সংসদীয় আসনে প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহব্বায়ক সাচিংপ্রু জেরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মা, জাতীয়তাবাদী ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-যুগ্ম মহাসচিব ডাঃ সরোয়ার আলম,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনচার আহমেদসহ জেলা ও উপজেলাসহ সকল অংঙ্গ-সহয়োগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অসুস্থ বা শারীরিক সমস্যায় ভোগা শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ করে দেওয়া হয়। এছাড়া মৌসুমি রোগ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে ক্যাম্প চলাকালীন বিশেষ পরামর্শ প্রদান করা হয়।
আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, "শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে সাধারণ মানুষের দ্বারে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই বিশেষ করে ছাত্রসমাজ যেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় এবং একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।"
উক্ত ক্যাম্পে আলীকদমের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েকশ রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্থানীয় জনসাধারণ বিএনপির এই জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com