

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর নেতৃীত্বে উপজেলার মোট ৫টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়,দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে। এ সময় পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
লে. কর্নেল আবদুল্লাহ আল মেহেদী বলেন, “সীমান্তবর্তী আলীকদম উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। পূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার হবে। বিজিবি সব সময়ই শান্তি-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের পাশে থাকবে।”
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনুদান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে পূজার পরিবেশ আরও আনন্দঘন ও নিরাপদ হবে।
উল্লেখ্য, বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধেও বিজিবি সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com