সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ। আলীকদম।।
বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে ধারাবাহিক ভাবে টানা ৭ম বারের মত বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আধুনিক বান্দরবানের রূপকার পার্বত্য জনপদের অবিসংবাদিত নেতা পার্বত্যরত্ন জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় কে আলীকদম উপজেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার পানবাজার সংলগ্ন মাঠে উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে আলীকদম লামা ফাঁসিয়াখালী সড়কের শিবাতলী এলাকা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং গাড়িবহর নিয়ে পাহাড়ের অসংবাদিত নেতা বীর বাহাদুর উশৈসিং এমপিকে বরণ করে নিয়ে আসে আওয়ামী লীগসহ সর্বস্তরের পাহাড়ি-বাঙালি জনসাধারণ। এরপর এলাকাবাসীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন টানা সপ্তম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীব বাহাদুর উশৈসিং। এসময় আলীকদম ফাঁসিয়াখালী সড়কের শিবাতলী এলাকা থেকে শুরু করে সদর ইউনিয়নের পানবাজার মাঠ পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের ঢল নামে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বান্দরবানবাসী বিপুল ভোটের ব্যাবধানে আমাকে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোনো ধরনের প্রতিহিংসা নয়। সবাইকে ভালোবাসা দিয়ে সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের সাথে মিলে মিশে উন্নয়নে কাজ করতে চাই। প্রধানমন্ত্রীর বিশ্বাস রক্ষায় দল-মত নির্বিশেষে পার্বত্যবাসীর কল্যাণে কাজ করব।
তিনি আরও বলেন, বান্দরবানের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিশ্বব্যাপী পর্যটন সম্ভাবনাময় বান্দরবানের সৌন্দর্য এবং সম্প্রীতি ছড়িয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলায় ১ হাজার অসহায় দুস্থ ও শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জামাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com