সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।আলীকদম।।
বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় তামাক চুল্লী নির্মাণের সময় গাছের খুঁটির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকার শিলবুনিয় পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শিলবুনিয়া পাড়ার ২নং ওয়ার্ডের বাসিন্দার বলে জানান যায়।
স্থানীয় সূত্র জানা গেছে,আনোয়ার হোসেন আজ সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে মহসিনের তামাকের চুল্লী ঘর নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এ সময় তামাক চুল্লীর ঘর নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেন চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ার হোসেনকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, আবাসিক এলাকার শিলবুনিয়া পাড়ায় তার বাড়ির পাশে তামাকের চুল্লীর ঘর নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান আনোয়ার হোসেন। অসাবধানতার কারণে তুন্দুল নির্মাণের জন্য গাছের খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেন চাপা পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করে বলে জানান তিনি।
সম্পাদক: শৈমং মার্মা (শৈবং)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন:০১৬৭৭১৪২৯৪৫,০১৫৫৩১২২৩৮৮।
ইমেইল : rumabarta23@gmail.com
www.rumabarta.com