

সুশান্ত কান্তি তঞ্চঙ্গাঁ, আলীকদম:
১০ম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবিতে বান্দরবানের আলীকদম উপজেলায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
রোববার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এক যোগে এই আন্দোলনে অংশগ্রহণ করছেন।দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় আলীকদম উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন কর্মসূচি হিসেবে তাঁরা বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শহীদ মিনার চত্বরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
উপজেলার আলীকদম বার্স্টারমিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দয়াল চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়,কলার ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়,রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়,মমপাখই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কর্মবিরতি পালন করতে দেখা গেছে।
কর্মবিরতি পালন করা শিক্ষকরা বলেছেন,আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। পাশাপাশি ঢাকায় শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার কার্যকর করার দাবি তুলেছেন এবং আটককৃত শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবি করেন শিক্ষকরা। শিক্ষকরা একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল শনিবার শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
আলীকদম উপজেলার সহকারী শিক্ষক সমিতির যুগ্ম আহব্বায়ক মাস্টার নুরুল আজিম বলেন, “সহকারী শিক্ষকদের দাবি বহু পুরোনো। বছরের পর বছর ধরে আমরা অপেক্ষা করেছি। কিন্তু বারবার আশ্বাসের পরও বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি আরও বলেন সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের জাতীয় বেতন-স্কেলে দশম গ্রেডে উন্নীতকরণ।
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
৩. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। এর আগে তাঁদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার আন্দোলন হয়েছিল। এবার সেই দাবি আরও এক ধাপ এগিয়ে দশম গ্রেড দাবি করছেন শিক্ষকরা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com