সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম(বান্দরবান) প্রতিনিধি:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থপনায় প্রান্তিক পর্যায়ের ৮২ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ২২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদের মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম মাছের পোনা বিতরণ উদ্বোধন করেন।
কার্প জাতীয় মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার সুমম কান্তি দাশ,উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি মোঃ মহি উদ্দিনসহ প্রমূখ।
উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান বলেন,বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লক্ষ মেট্রিক টন আর মাছ উৎপাদন হয়েছে ৫০.১৮ লক্ষ মেট্রিক টন। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় এই মাছ। তিনি আরও বলেন, বিগত ১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। ৪০ বছরের ব্যবধানে ২০২৩- ২৪ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ দশমিক ১৮ লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় গুণ। অত্র উপজেলার জলাশয় ও পুকুর গুলোতে মৎস্য চাষ বাড়াতে হবে, এতে উপজেলায় মাছের চাহিদা পুরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তায় মৎস্য চাষে উৎসাহ যোগাতে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা প্রদান করছে সরকার।
২৫-২০২৬ অর্থ বছরে বিনামূল্য কার্প জাতীয় মাছের পোনা পেয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রোর প্রতি কর্তৃজ্ঞতা জানান।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com