

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
আলীকদম উপজেলার পানবাজার এলাকায় আজ বুধবার এক মোবাইল কোর্ট অভিযানে জালিয়াতির অভিযোগে একটি ফটোকপি ও প্রিন্টিং এর দোকান সিলগালা করা হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোঃ হাসেম, পিতা আব্দুল লতিফ নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে চেয়ারম্যানের জাল জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র এবং অপরাধে ব্যবহৃত একটি মনিটর ও হার্ডডিস্ক জব্দ করা হয়।
অভিযানের সময় মূল অভিযুক্ত মোঃ হাসেমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মূল আসামিকে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, দোকানে উপস্থিত মোঃ হোসেন, পিতা আব্দুল লতিফকে অপরাধের মাত্রা বিবেচনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০২৪ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২২৫ ধারা অনুযায়ী ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com