নিজস্ব প্রতিবেদক।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে তারাবুনিয়া এলাকায় এবিএম ব্রিক ফিল্ডে বিজিবি ও তৈন রেঞ্জের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে সিভিল সোর্সের তথ্যের ভিক্তিতে বিজিবি/তৈন রেন্জ বন বিভাগ এর সদস্যসহ তারাবুনিয়া এলাকার পিয়ারু ইসলাম এর এবিএম ব্রিক ফিল্ডে অবৈভাবে বনাঞ্চল উজার করে গাছ কেটে ফিল্ডে মজুদ করা অবস্থায় বিজিবি/ফরেস্টসহ এ জ্বালানি কাঠগুলো আটক করেন। যাহা ছোট টুকরা কাঠ ১৩০০ ঘনফুট ×১২০০/যাহার সিজার মূল্য ১৫,৬০,০০০/(পনের লক্ষ ষাট হাজার টাকা মাত্র)।
বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃীত্বে তারাবুনিয়া চারাবতলি ওমর মাঝি পাড়া এলাকার এবিএম ব্রিক ফিল্ডে বিজিবি ও তৈন রেঞ্জের যৌথ অভিযানে এইসব অবৈধ জ্বালানি কাঠ আটক করা হয়েছে বলে জানা যায়।
তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, এবিএম ব্রিক ফিল্ডে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য অবৈধ ভাবে বিপুল পরিমাণে বনের কাঠ মজুদ করেছে। গোপন তথ্যর ভিত্তিতে বিজিবি ও তৈন রেঞ্জের অভিযানে অবৈধ জ্বালানী কাঠগুলো আটক করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com