সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে নয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাগানপাড়ার নজির মেম্বার পাড়া আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।
পুলিশের অভিযানে ইয়াবা ও নগত টাকাসহ আটককৃত ব্যক্তিরা হলেন লাইলা বেগম (৪১) স্বামী-মোঃ আব্দুর রহিম,মাতা-জরিনা খাতুন,মোঃ গিয়াস উদ্দিন লাদেন (২২), পিতা-মোঃ আব্দুর রহিম,মাতা- মোসাঃ লাইলা বেগম, উভয়সাং- বাগান পাড়া নজির মেম্বার পাড়া,মোঃ রিয়াদ(১৯), পিতা-মোঃ মোস্তফা, মাতা-কাজল রেখা, সাং- বাগান পাড়া ইসহাক সর্দার পাড়া এলাকার লোক বলে জানা যায়।
আজ মঙ্গলবার ( ১৭ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকার সময় নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) দেলোয়ার হোসনে,এ এসআই(নিঃ) জামান মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামী গ্রেফতার সহ ৭ শত ৬০ (সাতশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৮,৬৩২/- টাকা আটক করতে সক্ষম হয়েছে আলীকদম থানা পুলিশ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগত টসকাসহ ৩ জন ব্যাক্তি কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com