

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার তিনটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ইউবিএম ইটভাটাকে ১ লাখ টাকা এবং এবিএম ইটভাটাকে ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২১২০ ঘনফুট কাঠ জব্দ করে লামা বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আলীকদম উপজেলায় নতুন ইটভাটা স্থাপন বা পরিচালনার অনুমতি নেই। পরিবেশ ও বনাঞ্চল সুরক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।”
অভিযানকালে খন্দকার আরিফুল ইসলাম ডেপুটি রেঞ্জার, তৈন রেঞ্জ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com