আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদমে বাংলাদেশের অনুপ্রবেশে সময় মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি।
আজ শনিবার ভোরে সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয়।
আটককৃদের মধ্যে ৯ জন মহিলা,১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ভোরে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি চালিয়ে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
বিজিবি আরো জানায়, ওপারে বিদ্রোহী গোষ্ঠির সাথে মিয়ানমার জান্তার বাহিনী দীর্ঘ মাস ধরে যুদ্ধ চলমান রয়েছে। যার ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রে মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে আসছে রোহিঙ্গা নাগরিকরা।
আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেঃ আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশে অনুপ্রবেশ সময় ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com