

ডেক্স রিপোর্ট।।রুমাবার্তা।।
বান্দরবানে রুমা উপজেলায় সদর ইউনিয়নের থানা পাড়া অভিযান চালিয়ে ৮শত গ্রাম নিষিদ্ধ আফিমসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শবিবার রাতে রুমা থানা পাড়া সেগুন বাগান এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত গ্রীরেন্দ্র ত্রিপুরা(৩৮), সে রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ম্রংখ্যয়ং পাড়া মৃত: বদলা ত্রিপুরা ছেলে অপরজন রুমা সদর ইউনিয়নে সালেম পাড়া গ্রামে শক্তি মনি ত্রিপুরা (৪৫)।
পুলিশ জানায়, নিষিদ্ধ আফিম নিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযানে সেগুন বাগান এলাকায় দুই যুবককে তল্লাশি চালালে ৮শত গ্রাম আফিম উদ্ধার করে গিরেন্দ্র ত্রিপুরা ও ত্রিমথি ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। যার বাজারের মূল্য কোটি টাকা বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com