খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ মাইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন হতদরিদ্র বিকাশ ত্রিপুরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, দুপুরে রান্নার কাজে চুল্লায় আগুন জ্বালানো হলে হঠাৎ বাতাসের তীব্রতায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে, ফলে ঘরে থাকা কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শী অজয় ত্রিপুরা ও অমর বিকাশ ত্রিপুরা জানান, "আমি বাজার থেকে ফেরার সময় দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কিছু করার সুযোগই পায়নি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা জানান, "আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে দেখেছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।"
পরিবারের পাঁচ সদস্য—বিকাশ ত্রিপুরা, তার দুই ছেলে ও এক পুত্রবধূ—বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ সমাজের সহৃদয় ব্যক্তিদের সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা জানান, ঘটনার ব্যাপারে শুনেছি। ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে অবগত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com