
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে বান্দরবানের রুমা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য জনমনি ত্রিপুরার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রুমা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘোষিত লকডাউন জনগণের ভোগান্তি বাড়ানোর একটি নতুন ষড়যন্ত্র মাত্র।” তারা অভিযোগ করেন, “শেখ হাসিনার ভ্রান্ত নীতি ও স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের সধারন মানুষকে দমন-পীড়ন, হত্যা, গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেত হয়েছে। এ দেশের আওয়ামিলীগ স্থান নাই।
বক্তারা আরও বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ-এর বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই। জনগণ স্বৈরাচার, দমন-পীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে—এ দেশ মুক্তচিন্তা ও গণতন্ত্রের, কোনো ফ্যাসিস্ট শক্তির নয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক লাকিম লিয়ান বম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা, উপজেলা যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জন ত্রিপুরা, ছাত্রদলের উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ সারফাত আলী, ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা, গালেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ঙারং ম্রোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com