 
    
বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।
অশান্ত পরিস্থিতি পরিহার এবং সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী কেএনএফ এর সকল সদস্য শান্তি বজায় রাখার পাশাপাশি অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটি।
রবিবার(৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব লালজারলম বম এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
[caption id="attachment_1762" align="alignnone" width="225"] সংগৃহিত : প্রেস বিবৃতি। রুমা বার্তা[/caption]
 সংগৃহিত : প্রেস বিবৃতি। রুমা বার্তা[/caption]
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির এই উদ্ভট পরিস্থিতি কোনভাবে কামনা করি না। এমন অশান্ত পরিস্থিতি পরিহার এবং সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী কেএনএফ এর সকল সদস্য শান্তি বজায় রাখবেন এবং অস্ত্র সমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে গত বছর ৯ জুন ১৮ সদস্য বিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে এই পর্যন্ত ৪টি ভার্চুয়াল বৈঠক ও ২টি সশরীরে সংলাপ সফলভাবে সম্পন্ন হয়। সংলাপে উভয় পক্ষের মধ্যে প্রথম বৈঠকে ৪টি এবং ২য় বৈঠকে ৭টি সমঝোতা স্বাক্ষর সম্পাদিত হয়। সম্পাদিত উভয়পক্ষের সম্মতি স্বাক্ষর অনুযায়ী কমিটির পক্ষ হতে কার্যক্রম বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। ঠিক ঐ মুহুর্তে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের(কেএনএফ) বর্বরোচিত হামলা, লুট ও অপরহণ সম্পূর্ণরুপে সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি।
শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য লালজারলম বম জানান, কেএনএফদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসার জন্য শান্তি প্রতিষ্ঠা কমিটি থেকে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে আহ্বান জানানো হয়েছে। আমরা চাই পাহাড়ের শান্তি ফিরে আসুক।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com