উপজেলা প্রতিনিধি।।থানচি।।
বান্দরবানে থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশ্বে দাড়ালেন উপজেলা প্রশাসন। চার পরিবারকে নগদ ৫ হাজার টাকা চেক, ও ৩০ কেজি চাউলের ডিও হাতে তুলে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী। মঙ্গলবার ২৯ অক্টোবর দুপু আড়াইটা নির্বাহী কর্মকর্তা কার্যালয় হতে এসব ডিও ও চেক বিতরণ করা হয়।
ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর অর্থায়নের এসব চাউল ও নগদ অর্থ বিতরন করা হয়েছে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন। বিতরনে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো: মুশফিকুর রহমান বলিপাড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মংসিংনু মারমা উপস্থিত ছিলেন।
বিগত ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে প্রবারনা পুর্নিমা ২য় দিনে বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানের যাওয়ার সময় ক্যচু পাড়া নিবাসী বিধবা খ্যাইম্রাচিং মারমা ৬৪, পরিবারের এ অগ্নিকান্ড ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিবাতে অপর ৩ টি বসত ঘর ভেঙ্গে দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com