“রুমা বার্তা” সংবাদ প্রকাশ, আত্মসাতের টাকা ফেরত পেল শিক্ষকরা

0
22

মংহাইথুই মারমা,নিজস্ব প্রতিনিধি।।

গেল কয়েকদিন আগে বান্দরবানে রুমা উপজেলার ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের “স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ রুমার সহকারী শিক্ষা অফিসার বিরুদ্ধে’ এমন শিরোনামে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “রুমাবার্তা”  সংবাদ প্রকাশিত হয়। এরপরই টনক নড়েচড়ে বসে শিক্ষা বিভাগ।

সংবাদ প্রকাশের পর বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকদের কাছে প্রায় চার লাখের বেশি টাকা ফেরত দিয়েছেন উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর।

গত সোমবার (৬জানুয়ারী) রুমা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

ফেরত দেওয়া বিষয়ে স্বীকার করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, যে যার স্কুলে স্লিপের টাকা ফেরত পেয়েছি।  এবারে সম্পূর্ণ বরাদ্দকৃত টাকা দিয়ে স্কুলে কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারব।

রুমার শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান বলেন, আমাদের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর চেক ও নগদ অর্থ নেওয়ার টাকা পুনরায় ফেরত দিয়েছে কিনা দেয় তা এখনো হাতে কলমে আমার কাছে পৌঁছেনি। তবে টিচারদেরকে ফেরত দিয়েছে বলে শুনছেন তিনি।

প্রসঙ্গ, তবে অর্থ আত্মসাত এর টাকা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর ফেরত দিয়েছে বলে ‘রুমাবার্তা’ অফিসের লিখিত কাগজ হাতে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here