লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামায় গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল বের করেছে।
শুক্রবার গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মশাল মিছিল বের করলে খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নেতাকর্মীরা হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে এই মশাল মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন।
এদিকে আওয়ামী লীগের এই মশাল মিছিল নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে প্রশাসন। খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা গভীর রাতে রাবার বাগানের পাহাড়ে গা ঢাকা দেয়। এছাড়া নেতা কর্মীরা গ্রেফতারের রাতে পলাতক রয়েছেন।
এ বিষয়ে লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রবের কাছে জানতে চাওয়া হলে তিনি আওয়ামী লীগের মিছিল সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ অভিযান চালিয়েছে। এছাড়া আজও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com