রুমা প্রতিনিধি।।
বান্দরবানে রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংকেং পাড়া গরীব-দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও শিশুদের শীতের কাপর বিতরণ করা হয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) সাকালে মুরুং বাজারে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ হতে প্রাপ্ত অনুদান সমাজ কল্যান উদ্যোগের বাংকেং পাড়া,লংথাং পাড়াসহ কম্বল ও শিশুদের শীতের কাপর প্রায়-৭০ টি পরিবারের মাঝে বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বান্দরবান জেলা মানবধিকার সভানেতৃ ডনাইপ্রু মারমা নিলি,রুমা বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,রুমা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খেমাজন ত্রিপুরা,বাংকেং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদ উদ্দিন ও রুমা অংগ্রবংশ অনাথ আশ্রমে নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।