রুমায় প্রবারণা উৎসব উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদ পারভেজ

0
31

বার্তা রিপোর্ট।।

বান্দরবানে রুমা উপজেলায় আসন্ন মাহা ওয়াগ্যোই পোয়েঃ প্রবারণা উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে সম্প্রীতি প্রদর্শনের জন্য কমান্ডার ৯৭ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

বুধবার (১০ অক্টোবর) সকালে রুমা সেনা জোনের  প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উৎসব উদযাপন আহবায়ক কমিটি হাতেই নগদ অর্থ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর মো. কামরুল হাসান, গ্রেড স্টাফ অফিসার-৩ ক্যাপ্টেন মো.মজিদুল ইসলাম মারুফসহ আরো অনেকে প্রমূখ।

এতে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসুদ পারভেজ বলেন, বান্দরবান সম্প্রীতির জেলা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সবার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মালম্বীদের আসন্ন মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ প্রবারণা পূর্নিমা উপলক্ষে সুষ্ঠভাবে পালনের স্বার্থে সম্প্রীতি প্রদর্শনের জন্য কমান্ডার ৯৭ পদাতিক ব্রিগেড কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্হা আরো জোরদার করার পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। ভবিষ্যতেও সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here