বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে পুলিশ মর্টাল শেল উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকাল দিকে এক যুবক হাতে নিয়ে ঘুমধুম তুমব্রু বাজারে অবিস্ফোরিত মর্টাল শেল বাজারে বিক্রি করতে আসে। পরে খবর পেয়ে অবিস্ফোরিত মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন পুলিশ সদস্যরা। এঘটনাটি পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেওয়া হয়েছে ।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com