বান্দরবানে বন্ধুসভা উদ্যেগে পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ

0
35

।।আকাশ মারমা মংসিং, বান্দরবান।।

তীব্র তাপদাহের অতিষ্ঠ সাধারণ মানুষ। জেলাজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যয়ের মুখে। জেলায় গড়ে প্রায় ৩৮° তাপমাত্রা রয়েছে। তীব্র তাপদাহে মানুষের কাজকর্মে যেমন ব্যাঘাত হচ্ছে তেমনি থমকে যাচ্ছে দিনমজুর পেশার মানুষের জীবন। এরই মধ্যে মানুষকে স্বস্তি দিতে সাধারন পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে কোমল পানীয় ও জুস বিতরন করেছে আন্তঃধর্মীয় বন্ধুসভা সংগঠন।

বুধবার (২২ মে) এগারোটায় শহরের ট্রাফিক মোড়ে কোমল পানীয় এবং জুস বিতরণ কর্মসূচি হিসেবে উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

এসময় বান্দরবানে আন্তঃ ধর্মীয় বন্ধুসভা আহ্বায়ক উমেপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা।

বিতরণের সহযোগিতায় ছিলেন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও
ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম।

এসময় পবিত্র বুদ্ধ পূর্নিমা উপলক্ষে পাঁচ শতাধিক শ্রমজীবি,পথচারী মানুষের মাঝে কোমল পানীয় এবং জুস বিতরন করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে প্রচণ্ড তাপদাহে অসহ্য গরমে মানুষ অতিষ্ঠ। খেটে খাওয়া মানুষ পেটের তাগিদে এই গরমে কাজ করছে। তাদের পাশে থেকে একটু প্রশান্তি দিতে পেরে আমরা খুশি। এই উদ্যেগ আগামীতেও অব্যাহত থাকবে।

বিতরনী অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ গুপ্ত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য লুৎফুর রহমান, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা পুলু মারমা, সভাপতি লুসাইমং মারমা,সাধারণ সম্পাদক অংম্যা মারমাসহ আন্তঃ ধর্মীয় বন্ধুসভার ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here