মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
বাঘাইছড়ি সমিতি চট্টগ্রাম এর (২০২৫-২০২৬) সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের বহদ্দারহাট কাঁশবন রেষ্টুরেন্টে আজ সদস্যদের ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু আাহম্মদ খোকন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ হাসান আলী এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: সাইফুল্লাহ মনসুর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি মো: হাবিব উল্লাহ,সাধারণ সম্পাদক মোঃ সাইাফুল ইসলাম, অর্থ সম্পাদক আলী আকবর সেলিম , বিশিষ্ট ব্যাংকার আব্দুল মালেক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুজাহিদুল ইসলাম বাতেন,মো: খোশাল খান প্রমুখ।
ঐতিহ্যবাহী এই সমিতি ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। সামাজিক এ সংগঠনটিতে বাঘাইছড়ির বিভিন্ন স্তরের ব্যক্তিগণের মধ্যে যারা কর্ম উপলক্ষে চট্টগ্রামে অবস্থান করছেন তাদেরকে নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা ৪৫ জন এবং শেয়ার সংখ্যা ৭৫ জন।
আজকের সভায় সমিতির সদস্যগণের মধ্যে লভ্যাংশ বন্টন এবং নতুন নতুন বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। উল্লেখ্য হিসাব বিবরনী থেকে জানা যায় এ যাবত সমিতি প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি মুনাফা অর্জন করেছে এবং বর্তমানে সমিতির ৪০ লক্ষ টাকা স্থিতি রয়েছে। আজকের সভায় নতুন পরিকল্পনা গ্রহণ এবং বিগত হিসাব অনুমোদন করা হয়। নির্বাচিত কমিটি সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com