মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি অভিযানে প্রশিক্ষণ টিলা মারিশ্যা জোনের আওতাধীন চেকপোস্টে তিনশত পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক।
শনিবার ১৫ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে প্রশিক্ষণ টিলা ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মারিশ্যা দিঘিনালা সড়কে একটি ডিসকাভার মোটরসাইকেলে আসা দুই যুবক মোঃ জমির হোসেন (২৬) ও মোঃ রিয়াদ (২৩) এর দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে।
জানা যায় আটককৃত জমির হোসেন পিতা আবুল কাসেম ও মোঃ রিয়াদ পিতা দুলাল মিয়া উভয়ের বাসা প্রশিক্ষণ টিলা চারকিলো নামক স্থানে, তাদের কাছ থেকে ৩০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ টি ডিসকাভার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন সহ বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানার পুলিশ সবসময়ই জিরো টলারেন্স। তাই মাদকের বিষয়ে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে নিয়মিত নজরধারী ও অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com