নানা আয়োজনে নানিয়ারচরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0
66

তুফান চাকমা।। নানিয়ারচর।।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

এরপরই নানিয়ারচর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নানিয়ারচর প্রেস ক্লাব,
নানিয়ারচর সরকারি কলেজ, পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা), ইউপিডিএফ (গণতান্ত্রিক), উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী, ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here