
।। আকাশ মারমা মংসিং,বান্দরবান ।।
দুর্নীতিগ্রস্থ জেলা পরিষদের চেয়ারম্যান ও দুর্নীতিবাজ সদস্যদের অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘটে তিনদিন বন্ধ থাকার পর জেলা পরিষদ কার্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) জেলা পরিষদ অবস্থান ধর্মঘটে পরিদর্শন যান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। পরে নাগরিক সমাজের দাবি আশ্বস্ত পর পূনরায় অফিস কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, দুর্নীতিগ্রস্থ জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সকল দুর্নীতিবাজ সদস্যদের অপসারণসহ অর্ন্তবর্ন্তীন কালীন সরকার জেলা পরিষদ গঠনের দাবিতে অবস্থান ধর্মঘট করে পার্বত্য চট্টগ্রামে নাগরিক সমাজ। এরপর থেকে জেলা পরিষদের কার্যালয় তালাবদ্ধে পর অফিস কার্যক্রম বন্ধ হয়ে যায়। টানা তিনদিন পর জেলা পরিষদ অবস্থান ধর্মঘটে পরিদর্শনের যান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহসহ অনান্যরা। সেখানে বিক্ষুব্ধ নাগরিক সমাজের নেতাকর্মীদের সাথে দাবি নিয়ে কথা বলেন প্রশাসন। এসময় নাগরিক সমাজের সকল দাবি মেনে নেয়ার আশ্বস্ত পর জেলা পরিষদ কার্যালয়ের তালা খুলে দেন নাগরিক সমাজ।
এসময় বিক্ষুব্ধ জনতার প্রতি আশ্বস্ত করে পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। তিনি বলেন, এই কয়েকদিন এখানে ব্যানার টাঙ্গিয়ে আন্দোলন করেছি এবং জেলা পরিষদের প্রবেশ পথ বন্ধ করে রেখেছি, তাছাড়া অফিসে ভিতরে সবধরনে দপ্তরি কার্যক্রম অচল ছিল। জেলা প্রশাসক মহোদয় আমাদের কর্মসূচিকে আমলে নিয়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। এতে আমরা মনে করি, দাবি-দাওয়া নিয়ে চারদিনে আন্দোলনে ফলপ্রসূ হয়েছে। তাই এই মুহূর্ত থেকে জেলা পরিষদে সব ধরনে অফিসে কার্যক্রম খুলে দেওয়া বলে জানান এই পার্বত্য নেতা।
বিক্ষুব্ধ জনতা উদ্দেশ্যে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, অবস্থান ধর্মঘট বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করেছি এবং পার্বত্য মন্ত্রণালয়ের বিষয়য়ক উপদেষ্টা সাথেও আলোচনা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পৌছে গেছে। এবং সেখান থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে, এই বিষয়ে কাজ অলরেডি শুরু হয়েছে। আপনাদের দাবি-দাওয়া নিয়ে ইতিমধ্যে পার্বত্য মন্ত্রণালয় অবগত আছে এবং খুব গুরুত্বের সাথে এই কাজ শুরু করছেন। অতি শীঘ্রই সুরাহা হবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।