বান্দরবান প্রতিনিধি।।
সারাদেশের ন্যায় বান্দরবানে ডেভিল হান্ট অভিযানের সময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ঝুন্টু দাশকে আটক করেছে যৌথবাহিনী ।
আজ মঙ্গলবার বিকেলে শহরে পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় ।
সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ পারভেজ।
আটককৃত সেলিম রেজা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌসভা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অপর জন পৌরসভার দক্ষিণ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট পরবর্তীতে ঝুন্টু দাশের বিরুদ্ধে দুইটি নাশকতা মামলা দায়ের করে ছাত্র-জনতা। অপর জন সেলিম রেজাকে ছাত্র আন্দোলনের হামলার নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, ডেভিল হান্ট এর যৌথ বাহিনীর অভিযানে দুই জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com