ট্রাইবেকারে তিন গোলে চ্যাম্পিয়ন আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশ

0
33

।।থানচি প্রতিনিধি।। 

পাহাড়ে অবস্থানরত সকল সম্প্রদায়ের মানুষ মানুষের ভালবাসা বন্ধন,সমাজ,রাস্ট্র,দেশের আনন্দঘন, মুহুর্থ গুলি সম্মিলন হয় সম্মিলিত একটি খেলার মাধ্যমে। মিলন মেলা হতে পারে অসম্প্রদায়িক চেতনাকে ধারণ,রক্ষা ও উন্নয়ন মূখি একটি অঞ্চল। বান্দরবানের দুর্গম থানচি উপজেলা ফুটবল টুর্ণামেন্ট সে ভালবাসা অর্জন করেছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালের থানচি উপজেলা খ্রিস্টরাজাপর্ব ও ধর্মপল্লীর পর্ব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এসব কথা বলেন বাংলাদেশ আর্চ ডাইসিস্ এসোসিয়েশনের চট্টগ্রাম আর্চ ডাইসিস্ এর আর্চ বিশপ লেরেকা সুব্রত হাওলাদার সিএসি।

এদিকে শান্তিরাজ মিশন মাঠে ফাইনাল খেলার আলীকদম ত্রিপুরা যুব একাদশ বনাম আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশের মধ্যে শুরু হয় দুপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার শুরুতেই আলীকদম একগোল দিলে   শেষ মুহুর্থে আমিয়াখুমের ইভস ত্রিপুরা একটি গোল পরিশোধ করে সমতা আনেন।

খেলার শেষে ট্রাইবেকারের মুখোমুখি হয় দুই দল। এসময় আলীকদমকে হারিয়ে আমিয়াখুম ৩ গোল জিতে যায়। খেলার শেষে আলিকদম ত্রিপুরা একাদশ রানার্স আপ,ও আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশ চ্যাম্পিয়নশীপ নগদ ২০ হাজার টাকা পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি।

সমাপনি অনুষ্ঠানের ম্যান অপ দ্যা টুর্নামেন্ট ও শ্রেষ্ঠ গোল দাতা ইভাস ত্রিপুরা, শ্রেষ্ট গোল রক্ষক খুশিজয় ত্রিপুরা পেল পুরুস্কার অর্জন। এছাড়াও রেফারী অনিল ত্রিপুরা,মংপ্রু মারমাসহ ৩জনকে পুরুস্কার দেয়া হয়।

নক- আউট পদ্ধতিতে মোট ২৭ টি ফুটবল প্রেমিক দলের অংশ গ্রহন করেছিল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here