জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

0
29

।।সাইফুল ইসলাম, রামগড়।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী  খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার  উদ্যোগে এক কর্মী ও সুধী  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নবেম্বর) বিকেল ৩টার সময় শিল্পী কমিনিটি সেন্টার সম্মেলন কক্ষে  এ কর্মী  সমাবেশ  অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমীর মোঃ ফয়জুর রহমান এর সভাপতিত্বে  ও জামায়াতে ইসলামী রামগড় উপজেলা  শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর  সঞ্চালনায়  সমাবেশে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী কেন্দ্রীয়  মসলিসে শুরা সদস্য অধ্যক্ষ  আমীরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার  আমীর  অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, জামায়াতে ইসলামী রামগড় শাখার সাবেক আমীর ডাঃ জামশেদুল  আলম প্রমুখ।

কর্মী সমাবেশে  উপস্থিত  বক্তারা বলেন দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একইসঙ্গে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়, ১৮ বছর স্বৈরশাসক  শেখ হাসিনা দেশের মানুষকে স্বাধীন ভাবে কথা বলতে দেয় নাই,বক্তারা আরো বলেন দীর্ঘ ১৮বছর পর  বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড় সমাবেশ রামগড়ের মাঠিতে স্বাধীন ভাবে অনুষ্ঠিত হয়েছে, এ স্বাধীনতা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

এসময় সমাবেশে জামায়াতে ইসলামী  জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের জেলা উপজেলার নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here