নিজস্ব প্রতিবেদক।।থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দুতে কাজুবাদাম সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কাজুবাদাম চাষীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ ফেব্রুয়ারী দিন ব্যাপী তিন্দু ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায়
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) 'র প্রধান কার্যালয়
চট্টগ্রামের গবেসক ও পরামর্শক মো: ওমর ফারুক,
শুভ উদ্বোধন করেন।
সোস্যাল ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিসিয়িটিভ ফর পুর ভিলেজার ইন থানচি উপজেলা প্রকল্পের আওতায় বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) বাস্তবায়নের বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) 'র অর্থায়নের প্রশিক্ষণ কর্মশালায় বিএনকেএস এর উপ- পরিচালক উবানু মারমা সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের বিএসআরএমের প্রকল্প পরিদর্শক মো: আরিফুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভানুসিয়াম বম, প্রকল্প কো- অর্ডিনেটর চিকো চাক, কোঅং খুমী পাড়ার প্রধান কোঅং খুমী কারবারী প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠরা জানান, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) চট্টগ্রামে অবস্থিত একটি বাংলাদেশী ইস্পাত উৎপাদনকারী কোম্পানি। এটি বাংলাদেশের বৃহত্তম নির্মাণ ইস্পাত প্রস্তুতকারক কোম্পানি। কোম্পানি কর্তৃপক্ষ বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার প্রায় শতাধিক কাজুবাদাম চাষীদের গ্রামে ১০ হাজার চাষীদের মেধাবী শিক্ষার্থীদের সম্পশর প্রদান,স্বাস্থ্য সুরক্ষার জন্য বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প স্থাপন,স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানিয় জলের জন্য জিএসএফ পাইপের মাধ্যমে পানির উক্তোলন ও সংরক্ষনের ব্যবস্থা, কাজুবাদাম চাষীদে গ্রুপ করে ব্যাংক একান্টে মাধ্যমে বিনা সুদের ঋনের ব্যবস্থা, এবং কাজুবাদাম সংরক্ষণ,বিক্রয় বিপন্ন ব্যবস্থা করা হয়েছে।
সংশ্লিণ্ঠরা জানান, ২০১৭ সাল থেকে এ সেবা দিয়ে আসছে বিএসআরএম প্রতিষ্ঠান।
প্রশিক্ষণ কর্মশালা থানচি সদর, বলিপাড়া, তিন্দু ও রুমা উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় তিন হাজার কাজুবাদাম চাষী স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।
্
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com