
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনসাধারণের অংশ গ্রহণে মাদক ও বাল্য বিবাহ-মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় তারুণ্যের উৎসব উপলক্ষে ৩নং নয়াপাড়া ইউনিয়নের জনসাধারণের অংশ গ্রহণে মাদক ও বাল্য বিবাহ-মানব পাচারের বিরুদ্ধে র্যালী- আলোচনা সভায় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলীকদম উপজেলা শাখার সিঃ যুগ্ম আহ্বায়ক জুল ফিকার আলী ভুট্টো,বাংলাদেশ জামায়াত ইসলামী আলীকদম উপজেলা সভাপতি মাশুক এলাহি,,আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি’র প্রতিনিধি এস আই শাহাদাৎ হোসেন, নয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম,নয়াপাড়া ইউপি মেম্বার আনোয়ার ইসলাম মনু,ইউপি সদস্য বশির আহমদসহ স্হানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,অত্র উপজেলা কে মাদক মুক্ত ও মানবপাচার মুক্ত করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ইয়াবা মাদক দ্রব্য বিক্রি করেন এবং অবৈধ ভাবে মানব পাচার কাজে জড়িত আছে তাদের কে সামাজিক, অর্থনৈতিক ভাবে বয়কট করতে হবে। যারা মাদক ও মানব পাচার কাজ জড়িত আছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন ইউএনও। আপনারা ইয়াবা,মদ,মানব পাচার করছে তাদের বিরুদ্ধে আলীকদম থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন বক্তারা। এরপর নয়াপাড়া ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধ করতে সকল ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। মদক ও মানব পাচারের বিরুদ্ধে যুব সমাজ ও তরুণদের কে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন বক্তারা।